স্বপ্নকে ছুঁবো বলে
একদিন দৌড়াতাম প্রচন্ড বেগে
স্বপ্ন তখন সেই লাল ফিতার
এক প্রান্ত রেখা মাত্র
যেখানে বাঁশির আওয়াজে
থমকে যেতাম আপনা থেকেই।
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে
নিরীহ নিষ্কন্টক স্বপ্ন প্রাপ্তির সুখ।
স্বপ্নের দৈর্ঘ্য তখন শুধু একশ’ হাত
অথবা বলা যায়, একটি নিঝুম রাত ।
অথবা স্বপ্ন ছিলো একদা
মিষ্টি কাঁঠালের আস্বাদে ভরানো মন
সেই যে মায়ের মারের ভয়ে
ভাঁড়ার ঘরে ঢুকে কাঁঠালের
প্রথম ঘ্রাণে আমার বিমুগ্ধ বিস্ময়
অতঃপর শিশু হাতে কাঁঠাল ভাঙ্গা
রস ও কষে একাকার হওয়া
দুটো হাত, তবুতো কাঁঠাল খাওয়া ।
তৃপ্তির ঢেকুর তোলার আনন্দ সামান্য
এ ঘর থেকে ও-ঘরে যাওয়া স্বপ্ন পুরণের জন্য।
এখনতো নাক্ষত্রিক দূরত্বে হারায় স্বপ্নরা বার বার
বাস্তবে তো আসেই না,স্বপ্নেও পাইনা স্বপ্নদের আবার।
এখনতো দুঃস্বপ্নরা বাসা বাঁধে পাড়ার বট গাছে
আহত পাখি-মন আমার জানেনা যাবে কী যাবে না কাছে।
২৮শে জানুয়ারী,২০২১ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed