প্রকৃতিটা আজ ঠিক মানুষের মতোই
উজ্জ্বল ও উষ্ণ বাইরে থেকে
আন্তরিক এতটাই যে মনে হয়
আলিঙ্গনে পাবো উষ্ণতার আস্বাদ ।
আর ভেতরে সে বড্ড ছলনাময়ী
হৃদয় তার হিমেল বরফে আচ্ছন্ন
এক কঠিন কুটিলতায় ভরে আসা মন
সেখানে না আছে প্রশান্তি, না কোন প্রসাদ।
আলোর ছলনায় ভোলায় শুধু
ভেতরে গূঢ়-গভীর অন্ধকার
বিনা মেঘে ঘটায় বজ্রপাত
মিলনের আশ্বাসে পাই বিরোহের স্বাদ ।
বিলেতি ফুলের মতো রঙের বাহার
পাই নাতো প্রার্থিত সুবাস কোন
অযথাই ভ্রান্তি আমার বিচিত্র বর্ণে
উচ্ছল নদী ভেবে দেখি বিশাল বেড়ি বাঁধ।
২৪শে জানুয়ারী,২০২১ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed