খোঁজাখুঁজি

ভদ্র-মহিলা ও মহোদয়গণ,
ইদানিং বুঝতে পারি বেশ
আপনারা ক্ষুব্ধ আমার উপর
নইলে আমার এত এত লেখায়
ভালোবাসার হৃদচিহ্ন নাই-ই বসালেন
বসাতেতো পারতেন ভাল লাগার চিহ্নগুলো
দুয়েক জন যে বসান না তাও তো নয়
পড়ুন বা নাই-ই পড়ুন সান্ত্বনা দেন প্রতিবার।

কেন এতো ক্ষোভ আপনাদের ইদানিং
মুখ ফুটে বলেন না কেউ অবশ্য
দু একজন ফিস ফিস করে বলেছেন অবশ্য
তাঁরা আবার দেখতে চান তাকে
যে আমার হৃদয়ের কাছে ছিল একদা
শব্দদের সমাবেশে যাকে পেতেন তারা
শীত মৌসুমের ঊষ্ণ ওম ‘এর মতো
কিংবা বর্ষার মূষল ধারার বৃষ্টি যেন।

কেন আসেনা সামনে সে আজকাল
সম্মুখের বৈঠকখানায় দেখিনে কেন আর
পর্দানশীন যুবতীর মতোই কী সে
আড়ালে আবডালে লুকোলো আবার
নাকি করোনাভাইরাসে কোয়ারান্টিনে আবদ্ধ !
শব্দদের সাথে প্রাত্যহিক যে কাবাডি খেলা
তাতে কী ক্লান্ত হলো সে আজকাল
গণজাগরণ মঞ্চ নেই বটে,তাহলে কি এখন কেবল ঘুম।

এমনি সব প্রশ্ন বাণে বিক্ষত হয়ে যাই বার বার
কেবল বলতে পারি, এটুকুই আসবে সে আবার
এই তো এলো আজ যেমন মনের দূয়ার খুলে
ভোলেনি সে কাউকেই, কেউই যেয়েন না ভুলে।
আছে সে হৃদয়ের গহীন ভেতরে লুকিয়ে
আসবে মাঝে মাঝে গদ্যগাথার ঋণ চুকিয়ে।

৯ই জানুয়ারী,২০২১ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *