বিদায় যখন উল্লাসের

কিছু কিছু বিদায় আছে
এই যেমন তোমার বিদায়
তাতে কষ্ট পাইনা আদৌ
বরঞ্চ এক রকম সুক্ষসুখে আপ্লুত হই।

না, না কবিরা যতই বলুন
বিদায় মাত্রই বেদনার
মানতে পারিনা সে সব কথা
কারণ জানেনই তো সুধীজন আমি কবি নই।

কিছু কিছু বিদায় আছে
যা বিরহের নয় আদৌ
কেন তবে কষ্টের কলস
বেড়াবো বয়ে হেথায় হোথায় অযথা ।

প্রচন্ড রেগেই বলবে জানি-
“ব্যথাই যদি না পাও বিদায়ে আমার
কেনই তবে ঘটা করে বরণ করেছিলে
ছড়িয়েছিলে মুঠো মুঠো কবিতা আর কথা!

মধ্যরাতের মদ্যপানে কেন তবে সেই বরণ করা
কেন তবে উচ্ছাস আর উন্মাদনা
এখন তবে কেন উপড়ে ফেলছো
সব অস্তিত্ব আমার অযথা এক আগাছার মতো?”

সে সব কথার জবাব আমি কেন দেবো
দাঁড়াও না কেন আয়নার সামনে
দেখছো তো হায়নার মতো হয়ে গেছ তুমি
আমি কেবল বয়ে বেড়াচ্ছি ব্যাধির ক্ষত যত ।

তোমায় বিদায় দিতে বাজবে না কোন বিরহের বাঁশি
উচ্ছসিত উল্লাসে হাসবো আমি চিরসুখের এক হাসি ।
বিশ্বের বিড়ম্বনা তোমাকে নিয়ে, তুমিই তো ছড়ালে বিষ।
তোমার ছিল কেবল এক আংকিক সত্বা দু হাজার বিশ।

২৯শে ডিসেম্বর ,২০২০ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *