মন ভাঙার শব্দগুলো
কাঁচ ভাঙা টুকরোর মতো
অতই কি ধারালো আজও
যে তোমার জন্য গাওয়া
ঘুম ভাঙানো গানকেও করে রক্তাক্ত!
আমি তো জেগেই রই নিশিদিন
দেখি তোমার আনত চোখের পলকগুলো
স্পর্শ করে তোমারই কপোল ।
মনের বনে যে চাষ নিত্যদিনের
সেও নিতান্ত আনমনেই চলে অনবরত ।
বর্গা চাষীর মতোই ফসলে ভরাই
অন্য কারও উঠোন বিনা কারণেই
নিজের স্যাঁত স্যাঁতে আঙ্গিনা হায়
ভরে শুকনো খড়ের গাদায়।
Copyright @anisahmed