এখনওতো ভোর হতে বাকি কিছুটা সময়
এখনও সেই সুবর্ণ-রেখা দেখা তো নয়
এখন কেবল শুনি সমস্বরে ক্রন্দনের রোল
এখনও বোকা বদরেরা বাজায় মিথ্যে বিজয়ের ঢোল ।
এখন দেখি বন্দুক তাক করে আছে বুদ্ধিজীবিদের বুকে
বাঙালির উজ্জ্বল সন্তানেদের বলি দেবার কল্পিত সুখে ।
এই বুদ্ধিজীবিরা বলি হন শুদ্ধি অভিযানে পাকিদের
পাকি ও বদরেরা ভাবে বন্দি করে রাখবে তারা বাকীদের ।
জানি বৃদ্ধিজীবিরা মিলবেন গিয়ে শত সহস্র শহীদের সাথে
পতাকা যে পাবো দু দিন বাদে শহীদের রক্ত থাকবে তাতে।
ঠিক এমনি এক মিশ্র অনুভবে খন্ডিত ছিল এই মন
হাসির প্রতীক্ষায়, ক্রন্দসী হয়ে থাকা, বলো এ পরিহাস কেমন
তোমরা তো চলে গেলে ওপরে এখন স্বর্গের সিঁড়ি বেয়ে
আরও দু দিন কেটে যাবে আমার মুক্তির পথ চেয়ে
তারপর ওড়াবো জেনো সেই কাঙ্খিত প্রাণ-পতাকা
তোমাদের ছিল প্রতিজ্ঞা যার, আমার ও হৃদয়ে আঁকা।
মাঝখানের এ দুটো দিন বেদনার বৃষ্টিতে নেয়ে ওঠা বার বার
হতাশা পেরিয়ে , আঁধার ডিঙ্গিয়ে এখন দেখবো আলো আশার।
১৩ই ডিসেম্বর ,২০২০ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed