গ্রীষ্মের দুপুরেরাও আজকাল
বড্ড বেশি উষ্ণতার অভাবে ভোগে
আর এই শীত-দুপুরের তো কথাই নেই
রোদের তেজে এত যে হিমেল আবেশ
সে কথা কে জানতো বলো
নইলে কেন আমি রোদ পোহাতে যাব
হিমেল রোদ্দুরের কাছে রোজ রোজ।
যতই চাই এক মুঠো উষ্ণতা আমি
পাড়ার সেই ভিক্ষুকের মতো
ততই আক্ষেপে মন ক্ষয়ে যায় বার বার
প্রতারণায় প্রেম ও প্রকৃতি
কেউ তো যায় না কারো থেকে কম
আমি কেবল হয়ে থাকি হতবাক এক হতভাগা
অশ্রুও বাষ্প হয়ে মেলায় জমাট তুষারে।
প্রেমের প্রকৃতিতে না হয় থাকে প্রতারণা
প্রকৃতির প্রেমেও কী তাই!
নইলে আমার এই প্রত্যহিক প্রকৃতি প্রেম
কেন সে করে প্রত্যাখ্যান হিমেল হাতে
শীতার্ত রাতের মতোই তৃষ্ণার্ত থেকে যাই বরাবর
খরকুটো খুঁজি মাঝে মাঝে, যদি এক মুঠো ঊষ্ণতা পাই
এতটাই কেন নির্বোধ আমি, তুষারে কী জ্বলবে আগুন!
১১ই নভেম্বর ,২০২০ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed