আকাশের মতোই মাঝে মাঝে
আচ্ছন্ন মেঘে ঢেকে যায় হৃদয়ের সব সূর্য ।
নিমগ্ন হয় মন আমার মনেরই গভীর গহ্বরে ।
প্রতীক্ষায় থাকি বৃষ্টির প্রত্যাশিত পেলব পরশের
জানিনে কবে আবার দূর্বা-ঘাসে ভরবে
মনের নরম মাটিরা সব একেবারে নিঃসংকোচে ।
এ সব কী ভাবছি আমি,আঁকছি কেন বারে বারে
কল্পনার আল্পনায় রঙের বাহারি ছবি
এখানেতো নিকষ কালো অন্ধকারেই
দিন-রাত্রি বসবাস আমার,অনাদিকাল ।
দিন-রাত্রি ? ছি, ছি এ সব কী বলছি আবার
এখানেতো অন্তহীন কালো, আলোতো কেবল কল্পনা।
ফেলে আসা পৃথিবীটাকে এখনও দেখি-
জানিনে স্বপ্নে নাকি জাগরণেই
সেই রকম রং-পাল্টানো আকাশে
সেই রকম পাতা ঝরানোর মৌসুমে
সেই রকম খরস্রোতা নদীর বয়ে যাওয়ায়
সেই রকম ক্রমশই সময়ের ক্ষয়ে যাওয়ায় ।
না,না , এ সব কী বলছি বার বার
স্বপ্ন কিংবা আকাশ দেখার অবকাশ কই এখানে
পাশ ফিরে শোবার বিলাস কই বলো
এখানেতো চারিদিকে কেবল মাটির ঢিবি
মাটিতেই ক্রমশ দেহ আমার হচ্ছে বিলীন
মাটিতেই সুখ আমার, দুঃখের অদৃশ্য অশ্রুপাত
মাটিতেই বিলীন আমি মাটিরই মানুষ হয়ে
জীবন ছিল স্বপ্ন কেবল, মরণে গেছে বয়ে।
৩১ শে অক্টোবর,২০২০ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed