কেবলই উত্সব

উত্সবে উন্মনা এই মন
মানে না ক’ কোন বিশেষ বাঁধন
সকল সীমানা পার হয়ে তাই
মিশে যাই সকলেই ভাইয়ের সাথে ভাই
আমি মুসলিম কিংবা তুমি হিন্দু
এর চেয়ে বড় আমরা মানব বন্ধু ।
একের আনন্দে অপরে হই সম্পৃক্ত
নইলে হৃদয়ে রয়ে যাই সম্পূর্ণ রিক্ত।
তোমার পুজা কিংবা আমার ঈদ
আনন্দে ভ’রে দেয় উভয়ের হৃদ।

আচারে বিচারে আলাদা হয়ে থাকি
খোদায়-ভগবানে ভেদ রেখা রাখি
বুঝিনে কেবল নামে কী আসে যায়
ভিন্ন রূপে অভিন্ন সত্যই খুঁজে পায় ।
ঈদের সেমাইয়ে পূজোর সন্দেশে
কী বা তফাত বলো কোন দেশে
ইবলিসে-অসুরে গোপনে গলাগলি
উভয়কেই বধি’, সুরের সঙ্গত পথে চলি ।
হয়ো না ক’ বিভ্রান্ত বাইরের বিভাজনে
একাত্ম থেকে যাও এ মরমী আয়োজনে

পৃথক যদিও ধর্ম তোমার, ধর্ম আমারও জানি
সব আনন্দ-উত্সবে শুনি, পরমেশ্বরের অমোঘ বাণী।

২৪ শে অক্টোবর,২০২০ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *