ছবিটার কথা নিয়ে
কবিতার কথা
অথবা কবিতার কথা নিয়ে
ছবিটার কথা
আশ্চর্য সমীকরণে জানি
মিলে যায় ছবিটা
অতঃপর দেখি বিস্ময়ে
সেটাই হয় কবিতা।
ছন্দ নিয়ে দ্বন্দ্ব যত
দ্বন্দ্ব নিয়ে ছন্দ তত
মিলনে থাকে বিচ্ছেদ যত
বিচ্ছেদেও মিলন ততই
জ্যামিতির কোন পরিমাপে
বর হয়ে যায় শাপে শাপে
দ্বন্দ্ব সমান ছন্দই হয়
তাইতো দ্বন্দ্ব ছন্দময় ।
কোলাজ ছবি আঁকবে কবি
অন্ধকারেই উঠবে রবি
সব কথাতেই পরিহাস
এমনিই তবে বসবাস
কোণগুলো অসম সব
মিলন মধুর একান্ত রব
বাইরে থেকে বৈপরীত্ব
রোদের আলোয় বয় শৈত্য।
বেসুরো সব সুরগুলো আজ
রাগ-বিরাগের সুক্ষ কাজ।
১৪ই অক্টোবর ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed