রেখাপাত

ওই যে দূরে, নাগালের বাইরে
ওই সোনালী রেখার মতোই
জীবন যখন জ্বলে প্রত্যাশার প্রভাতে
উদ্বুদ্ধ বুদবুদেরা ভাসে জলের জমিনে
স্রোতে আশ্রিত সত্যরা সব আজ
চন্দ্রমল্লিকার মতো প্রস্ফুটিত উদ্যম উদ্যানে ।

অন্ধকারের বন্ধদ্বার ঠেলে ঐ রেখার মতোই
বেরিয়ে আসতে চায় ত্রিভূজ হৃদয় আমার
স্পর্শ করতে চায় সমুদ্রের উত্তাল উদ্যমতা
যখনই আসে তটের কাছকাছি
বেরসিক বালির আঘাতে দ্রুত প্রত্যাবর্তন
আশার গুড়ে দেখা ছড়ানো একরাশ বালি

তবে সে সব তো বহুদিনের কথা
সমুদ্র দর্শনের অনামিক অনুভূতিরা সব
ভোঁতা হতে শুরু করে ক্রমশই
কালের যাত্রায় অকস্মাত্ দেখি
এতো প্রভাতের রবি-রেখা নয় আদৌ
এখন তো ঐ সূর্যাস্তের রূপরেখা।

সূর্যোদয়-সূর্যাস্তের রেখারা সব মিশে হয় একাকার
এখনকার সূর্যোদয়, সূর্যাস্তে হয়ে যায় পরকালের পারাবার

১০ই সেপ্টেম্বর ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

চিত্রঋণ : আনোয়ার ইকবাল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *