বাস্তবে দেখা হয় কখনও কদাচিত্
কথার খই ফুটাই যতটা আমি
ততটাই নীরবতা বশ করে তোমায়
আমি শুধু বুঝিনা, বুঝিনি এখনও
চুপ থাকার কুপে থাকে অধিকতর জল
কষ্টের কলস উপচে পড়ে রোজ রোজ ।
কখনো সখনো অকস্মাত্ খোলো জানালা তোমার
আকাশের নীলিমাকে ছোঁবে বলে, প্রতীক্ষার সময়
দৈর্ঘ্যে বাড়ে মাঝে মাঝে, আকাশ থাকে সুদূরে বরাবর
কখনই তাকাওনি তবু মাটির দিকে , জানালার নীচে
বাউন্ডুলে বালক এ মন শীষ দিয়ে যায় আশীষের মতো
কানে যায় যদিবা কখনও তোমার, হৃদয়ে পৌঁছোয় না বেসুরো সে সুর।
হতাশায় আচ্ছন্ন এ মন আমার বলেই ফেলে
তা হ’লে বন্ধ করো না কেন জানালা তোমার
হঠাত্ করেই শুনে ফেলো এ স্বগতোক্তি খানি
ঠিক মিলনায়তনে নাটকের কোন দর্শকের মতো
তারপর মঞ্চে আরোহণ করো গুটি গুটি পায়ে
বলো,বন্ধ জানালায় কোথায় পাবো ঐ আকাশের নীল ।
পাড়ার লোকেরা যাকে জেনেছে এক বা্উন্ডুলে কিশোর বলে
তাতেই কী পাও তুমি এক রাশ নীল এবং তারা ঝলমলে !
৪ঠা সেপ্টেম্বর ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed