টুকরো টুকরো অনুভূতি মেলালে
বোধ হয় একটা ছবি হয়
টুকরো টুকরো ছবি মেলালে
বোধ হয় একটা কোলাজ হয়
অল্প অল্প কোলাজ মেলালে
বোধ হয় একটা ছোট গল্প হয়
অনেকগুলো গল্প মেশালে
বোধ হয় একটা উপন্যাস হয়
অনেকগুলো উপন্যাস মিলে
বোধ হয় জীবনের বিন্যাস হয়
জীবন জীবন্ত হলেই তবে
অনুভূতিরা আবার সচল হয়।
৩০শে আগস্ট ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed