খয়েরি রঙের খেরো-খাতাটা আজকাল
পড়ে থাকে ঠিক শীত-বিকেলের বিবর্ণ পাতার মতো
মাঝে মাঝে শব্দরা তোমার নিঃশব্দেই নেমে আসে
শিউলি শীতের শিশির হয়ে
ক্ষণকালের জন্যে ভিজে যায় অস্তিত্ব আমার
বুঝি না ঠিক শিশির , নাকি তোমার চোখের জল
যাতে অকস্মাত্ সত্বা আমার হয়ে যায় তরল।
কুশল বিনিময়ের নিষ্পাপ কৌশলে তুমি
ভিজিয়ে দিয়ে যাও মনের মলিন মাটি
তারপর শব্দরা আবার থমকে যায় আগের মতোই
আমি শুনতেই থাকি হৃদ্যিক হ্রদে ধ্বণি-প্রতিধ্বণি
যেন কোন এক রবিশংকর , নিঃশঙ্ক চিত্তে বাজান সেতার
অসুর-পালানো ও-সুরে পাই হারানো কোন ছন্দ
বর্তমানের মূর্তমান দিয়ে যায় বিমূর্ত এক আনন্দ।
উত্কন্ঠিত উদ্বেগেরা যখন কন্ঠে আসে তোমার
কুন্ঠিত হয়ে যায় অবশেষে লুন্ঠিত সত্বা আমার ।
২০শে আগস্ট ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed