কবিতা: ছাপান্ন হাজার বর্গ মাইল

স্বপ্নরা পরাবাস্তব হয় প্রায়শই
ওদের নিয়ে তর্কের কোন যুক্তি নেই
স্বপ্নরা হারায় স্বপ্নেরই ভিড়ে বারবার, বরাবর
তাই ওদের কেউ খোঁজে না কখনই
তবু আজ বড্ড ইচ্ছে করছে স্বপ্নের কথা বলতে
এমন এক স্বপ্নের কথা যা কেউ কখনই শোনেনি ।

সেদিন অকস্মাত্ স্বপ্নে এলেন গণিত শিক্ষক
এক কঠিন অংক দিলেন অনুপাতের
এমন অংক, যা যাদব বাবুর পাটিগণিতে নেই
নেই অধূনা আমলের কোন অংকের বইয়েও।
স্বপ্নের দৈর্ঘ্য এতটা প্রসারিত নয় মোটেই
যে পুরোনো কোন গৃহশিক্ষকের শরণাপন্ন হবো।

স্বপ্নেই বললেন গণিত শিক্ষক আমার
এতো যে বিদ্যে-বুদ্ধি নিয়ে চলো সকাল থেকে সন্ধ্যে অবধি
একটা সমীকরণের সমাধান করো দেখি।
ভেবেছিলাম তিনি অংকের সঙ্গে অংকের সাজুয্যের কথা বলবেন ।
চমকে দিয়ে বললেন জোড়াসাঁকোর সঙ্গে টুঙ্গিপাড়ার সমীকরণ !
এ আবার কেমন তরো অংক, যেখানে মূখ্য নয় সংখ্যারা কেউ।

বললেন শিক্ষক সংখ্যা নিয়েতো অসংখ্য অংক করেছো
এবার না হয় স্থান নিয়ে করো এ সমীকরণ
জোড়াসাঁকো আর টুঙ্গিপাড়ার দূরত্বের কথা বলছেন কি তিনি !
সেতো গুগল সাহেবের কাছে গেলে গুলিয়ে যাবে না কিছুই ।
কী আশ্চর্য ! মনের কথাটা তত্ক্ষণাত্ বুঝে গেলেন তিনি
বললেন, না ঠিক দূরত্ব নয় , নৈকট্যের কথাই বলছি আমি।

সত্যিই তো দূরত্ব নয় . নৈকট্যেই তো হয় সমীকরণ
টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন যিনি উচ্চতার পরিমাপে তিনিতো
জোড়াসাঁকোর সেই দীর্ঘকায় কবির মতোই ।
কিন্তু কই কবিতা লিখতেন কখনই যে তিনি
তেমন কথাতো শুনিনি, তবে স্বপ্ন দেখতেন তিনি
ঠিক জোড়াসাঁকোর সেই প্রিয় পরিচিত কবির মতোই ।

এটুকু বলার পর স্বপ্নে দেখা শিক্ষক বললেন,
“ এই তো বেশ কাছাকাছি চলে এসেছো সমীকরণের
আরও খানিকটা মাথা ঘামাও, উত্তর পেয়ে যাবে সহসা”।
কবিতাতো লিখেছিলেন রবীন্দ্রনাথ অসংখ্য
সেই সব্যসাচী কবির কি কাছাকাছি ছিলেন মুজিবও কখনও?
স্বপ্নও দেখেছেন দু জনই তাঁরা সে মিলেতো কোন অমিল নেই।

ওইতো মিলতো রয়েছে স্বাজাত্য বোধেও তাঁদের
দেশের মাটিও মা’কে ভোলেননি রবি কিংবা মুজিব কেউই
সুরেও বাণীতে রবি ভরেছেন মুজিবের হৃদয় বরাবর
গেয়েছেন যে অসংখ্য গান , তারই অনুরণন শুনি মুজিবের মনে।
শিক্ষক অকস্মাত্ বললেন , ঐ যে স্বপ্ন দেখার কথা বলছিলে তুমি
সেই সমীকরণের সমাধান করো দেখি এখনই ।

হঠাত্ মনে হলো স্বপ্নের বাস্তবায়ন যদি হয় কবিতা
তবেতো কবি ছিলেন শেখ মুজিবও নিঃসন্দেহেই
রবি ঠাকুরের স্বপ্নে ছিল কাগুজে কবিতার অনুভবেরা সব
মুজিবের স্বপ্ন ছিল মানচিত্রকে মনের মধ্যে মান্য করে তোলা্র
লিখেছিলেন ছাপান্ন হাজার বর্গ-মাইল দীর্ঘ এক কবিতা।
সেখানেই সখ্যের সাঁকো বাঁধা হয় রবিতে -মুজিবে নিরবধি।

স্বপ্ন অতএব পরাবাস্তব নয় কখনই, নয় ধরাছোঁয়ার বাইরে
কবিতা ও স্বদেশে, রবি ও মুজিবে বাস্তবের স্বপ্ন তাই পাইরে।

১২ই আগস্ট ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *