কবিতার কলম যতবার ডুবাই দোয়াতের কালিতে
শব্দরা রুদ্ধ হয় ততবার ধূ ধূ মরুর শুস্ক বালিতে
মাঝে মাঝে পশলা বৃষ্টিতে ভেজাতে চাই অনুভবের আঙিনা
মূষল বৃষ্টি-প্রত্যাশি থাকে এ মন, মেঘের আনাগোনাতো মাঙিনা।
ভালোবাসার দরজায় করবো করাঘাত এমন করোনা-ক্রান্তিতে
সে কথা মনে আসে না সহসা, ভুগি প্রত্যহই অজানা ভ্রান্তিতে
কড়া-রোদ্দুরে শুকোয় মন, শুকোয় একে একে অনুভূতিরা সব
মরু-মন এখন তৃষ্ণার্ত হয়ে থাকে, চতুর্দিকে মরীচিকারা নীরব।
বন্ধুরা বলেন সমস্বরে আজ, কবিতা কই, কবিতা চাই , চাই কবিতাই
কাঠ-কয়লার উত্তাপে পুড়ছে হৃদয়, দেখি তাই উল্টো করা ছবিটাই
পাড়ার ঝোঁপে, ঝিঁ ঝিঁর ডাক শুনি, রোজই বিষন্ন বেলায় আসন্ন সাঁঝে
উত্তাপ চাইনি কখনই, চেয়েছিলাম ঠোঁট ছুঁয়ে যাওয়া উষ্ণতা মাঝে মাঝে ।
অনুজীব বলে কেউ, কেউবা বলে পরজীব. মস্তিষ্ক করে প্রত্যহই দখল তারা
কষ্টে কাটে করোনাময় সময় এখন, আমরা থেকে যাই অন্তবিহীন ছন্দ-হারা।
২২ শে জুলাই ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
চিত্র ঋণ : Kerem Suer