যন্ত্রনার যন্ত্ররা সব এতটাই সচল হবে কে জানতো
বিশেষত এখন যখন গোটা বিশ্বই স্থবির ও শান্ত
এখনতো নয় ঠোঁটে ঠোঁট রেখে পাখিয়ালী কুজন
দোতারায় সুর বাঁধা নয় এখন, এখনতো সকলে সুজন।
অরিন্দমের ভালোবাসা তবু মূষল ধারায় ঝরে, দিন যখন আষাঢ়স্য
এই দূর্বিপাকের দিনগুলোতে অরণি বোঝেনা আদৌ এ সবের কোন রহস্য।
ভালোবাসার অনুজীবেরা কেমন করে বাঁধে বাসা বোঝেনা আজও অরণি
বোঝেনি অতীতেও কখনও, আর এখনতো ভিন্ন জীবাণুতে কুপোকাত ধরণী।
মাঝে মাঝে অরিন্দম ভাবে কেন শূণ্য হয়ে থাকে তার এ বিশ্ব
এতো শব্দরা বাঁধে বাসা হৃদয় জুড়ে তার, তবু কেন সে নিঃস্ব
খুঁজে পায় না অরণিকে সে কোথাও, নীরবে থাকে কবিতার ছন্দে
যতবার খোঁজে অরিন্দম তাকে, ততবারই হারায় সে এক ধন্ধে।
অরিন্দম অতএব থেকে যায় ভালোবাসার এক কল্পিত স্বর্গেই
নিত্যই জানি বসবাস তার অনুভূতির এক অনুজীবের সংসর্গেই।
২২ শে জুন ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed