ক্যাক্টাস

যতবার গেছি তোমার কাছাকাছি
ততবারই ফিরিয়ে দিয়েছে ক্যাক্টাস মন তোমার
আমিতো প্রত্যাশী ছিলাম সেই হলদে ফুলের
বাসন্তী রূপ যার মুগ্ধতার বৃষ্টি ঝরায় গ্রীষ্মের এই দুপুরেও
কাঁটা দেখে ক্ষান্ত হইনি কখনও আমি
বেদবাক্যের মতই মেনে নিয়েছিলাম কবির কথা
পরীক্ষার খাতায় ভাব সম্প্রসারণ করেছি যতবার
তারও অধিকবার ব্যর্থ হয়েছি ভাব স্ঞ্চালন করতে ঐ মনে।

চায়ের কাপের ঊষ্ণতা অবধি পৌঁছেছে আমার এ ঠোঁট
তোমার ঠোঁট রয়ে গেল হায় আমার নাগালের বাইরে
আঁতেলি আলাপে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে প্রায়শই
বিতর্করা সব তর্ক হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় বারবার।
সমাজ থেকে রাজনীতি, দেশ থেকে বিদেশ কিছুই থাকে না বাকি
হৃদয়টাকে শুধু রেখে দাও ঢেকে ফ্রিজের শীতল কোন প্রকোষ্ঠে
বাসি খাবার গরম করো রোজই সেই পুরোনো ঊনুনে
হৃদয়তো করো না তপ্ত কখনই , তাপ যোগাই যদি বারবার।

কাঠকয়লার মতো আমিও পুড়ে পুড়ে হই ছারকার
বুঝিনি এখনো তুমি কার, কে বা তোমার।

২০শে জুন ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *