নজরুল প্রত্যাশী মন-পাখি

স্বপ্নের উঠোনে নজরুল তোমার ফুটেছিল যে শব্দরা ফুল হয়ে

তাদেরই সম্মিলিত শক্তিতে পাই ভরসা বর্ষা মূখর এ রাতেও

হিংসার এই কাঠ-ফাটা রোদে বিভাজিত বাগানে আমার

ক্যাক্টাসের কাঁটায় বিক্ষত হই আমি , তবু কষ্টে অক্ষত অনুভূতি

পাখির পালকের মতো আলোক রশ্মি ছড়াতে চায় এখনও সর্বত্রই।

 

কলহের কোলাহলে মদমত্ত একদল মূঢ় মানুষ এখনও ভাবে

কোরানে-পুরানে , বাইবেলে ত্রিপিটকের নির্বিবাদ সমতা

কবি এ বুঝি কেবল তোমারই কষ্টকল্পনা বইতো নয়

বৈপরীত্য খোঁজে তারা ছিদ্রান্বেষী মন নিয়ে, বাড়ায় বিবাদ কেবল।

বিস্মিত হয়ে আমি অহরহ ভাবি, বোঝে না তারা তোমার মর্মবাণী।

 

আমার খোদা , তোমার ভগবান , ওর ঈশ্বরে কেন নিত্যই এ দ্বন্দ্ব

বিভেদে বিশ্লেষণে বিভাজন কেন , সংশ্লেষণে কেন নয় অভিন্ন

তুমি তো করেছিলে একাকার স্রষ্টার একাধিক সত্বাকে কবি

সুর ও বাণীর সমন্বয়ে বেজেছিল তখন মানুষের অভিন্ন কন্ঠস্বর।

বিস্ময়ে বিচলিত হয়ে দেখি এখন সত্যের খন্ডিত ও রক্তাক্ত দেহ।

 

ফিরে এসো আরও একবার মানুষের বিচিত্র সভায় কবি নজরুল

মিলনের বাণীতে তোমার ধূয়ে যাক আজ যত গ্লানি, যত ভুল ।

 

 

 

৫ই জুন  ,২০১৬, ম্যারিল্যান্ড

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *