সাদা-কালো

বড়ই বিপন্ন আজ বিশ্বের তাবৎ কবিকুল
ভাবেননি তাঁরা কখনই
এমন মিথ্যের বেসাতি করছেন আজীবন তাঁরা
কবিতার ট্রেনে বসে ভালবাসার গান গেয়েছেন অজস্র
জীবনের প্ল্যাটফর্মে দেখেননি ঘৃণার থুথু যত্র তত্র ছড়ানো।
সাপ ও সিঁড়ির লুডুতে কেবল সিঁড়ি বেয়ে ওঠা নিয়েই ব্যস্ত
দেখেননি বিদ্বেষের সাপেরা কামড়ায় বর্ণ-বৈষম্যের বিষে।
ফ্রয়েডের তত্বে হারায় ফ্লয়েডের নিঃশেষিত নিশ্বাসেরা হায়।

কালোদেরও জীবন জীবনই বটে
এমন শ্লোগান সোচ্চার হয়েছে ইতিহাসে যতবার
প্রয়োগের পরিহাসে হারিয়েছে তারও অধিকবার
ভালবাসার কথা লিখেছেন কবিকুল ইনিবিনিয়ে বহুবার
শোকের শহরে পরেছেন তাঁরা কালো কালো পোশাক
কে করেছে হায় কালোকে শোকের প্রতীক, কষ্টের প্রতিভূ !
কালোরা কি হতে পারেনা কখনই সাদা মনের মানুষ
সাদাদের মনে কি থাকেনা কখনই কোন কালে কলুষ।

সাদা যদি হয়, সব রঙের সমন্বয় তবে কালো কেন পড়বে বাদ
কবিরা কেবল ভালোবাসার কথা বলেন, দেখেন নাতো বিসংবাদ।

১৩ই জুন ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *