ভালবাসি ভালবাসি বলে
এমন যে গান গাই সকাল বিকেল
ভালবাসি ভালবাসি বলে
এমন যে কবিতা লিখি সকাল বিকেল
সে কবিতায়তো ছন্দ পতন ঘটে প্রত্যেহ
সে গানে সুরের হৃদয় কোথায়, কেবলই দেহ।
প্রতিজ্ঞায় প্রতিদিন প্রতিশ্রুত থাকি আমি
ব্যর্থ হই পালনে জানি,থেকে যাই ভালাবাসাকামী ।
এর চেয়ে হতাম যদি আমি কোন এক সারস পাখি
বহু ক্রোশ পেরিয়ে যেতাম ক্রোয়েশিয়ায়, পরাতে রাখি
তুমি হতে মালিনা আমার, হতাম আমি তোমারই ক্লেপিতান
অতঃপর যুগলবন্দী হয়েই মুক্ত হতাম, গাইতাম গলা ছেড়ে গান।
আশ্বাসের নিঃশ্বাসে নিতাম খোঁপায় গোঁজা গোলাপের গন্ধ
মূর্তমান মিলনের আনন্দ তখন, হতো না অহেতুক বিমূর্ত এ সম্বন্ধ।
পারিনি হতে ক্লেপিতান আমি , দিইনি পাড়ি আজও দীর্ঘ কোন পথ
মালিনার মালিন্যে তুমি প্রতীক্ষারত প্রতিদিন,থমকে থাকে আমার এ রথ।
ক্লেপিতানের মতো হতাম যদি পাখি, হতো যদি বিস্তৃত ডানা
জেনো যেতাম উড়ে তোমারই কাছে, মানতাম না তো মানা
তবু এটুকু জানি, ভালবাসাতো আবদ্ধ নয় শুধুই ভূগোলের ভূমিতে
ভালবাসা আছে হৃদয়ের গভীরে , যতটা রবিতে, ততটাই রুমিতে।
১০ই জুন ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
চিত্রঋণ: Henrik Hansen
• এক জোড়া সারস পাখি মালিনা ও ক্লেপিতানের প্রেমের সত্য কাহিনীতে মুগ্ধ হয়ে লেখা