জীবনের খেরো খাতা যতই ভরে প্রতিদিন
ততই শূণ্য হয়ে যায় কবিতার খাতাগুলো
ফ্লয়েডের মতো যখনই নামি পথে আমি
বর্ণবাদের আশংকায় বিবর্ণ হয় বিশ্ব আমার।
ভাইরাসের ভাইয়োলিনে বাজে করুণ সুর প্রতিদিন
এবং জীবনের আয়তন হয়ে যায় ক্রমশই ক্ষীণ ।
জীবন-মরণের এ দড়ি টানাটানির খেলায় দর্শক শুধু আমি
জীবনের জয়ে বাহ বাহ বলি, মরণের টানে নামে অশ্রু শুধু
পাপের ভারে পূণ্যরা কি সব হয়ে যাবে একেবারেই শূণ্য
জীবন মাপেন মুদি দোকানীর বাটখারায় ঈশ্বরও ইদানিং
আশ্চর্যতো এ পৃথিবীতে জন্ম দিলে কেন তবে আদিপিতা
পরজীবি কোন অনুজীবের ভয়ে জীবনটাইতো হয় বৃথা।
জীবাণুর কথা থাক না হয়, রোগের সংক্রমণতো দেখি সর্বত্রই
করুণা করেছে ফ্লয়েডকে করোনা , পুলিশ দেয়নি কোনই ছাড়
বৈষম্যের অণুজীবেরা আজকাল কেবল কালোদেরই মারে ছোবল
সংক্রমিত তারাই অঙ্গ কৃষ্ণ হবার অপরাধে যারা লঘু হয়ে যায় বার বার
রবি-কবি কেন জানি বলেছিলেন কোন একদিন এক কৃষ্ণকলির কথা
কৃষ্ণকলিরা যুগ যুগ ধরে পদপিষ্ট হয়ে যায়, রবিও জানেননি তাদের ব্যথা।
দুটো ব্যাধিরই লক্ষ্য অভিন্ন, জীবনের বিপরীতে, মরণের জয়গান গাওয়া
তবে বর্ণ বোঝে না করোনা কখনই , মানুষের মাঝেই শুধু বর্ণবাদ পাওয়া।
৪ঠা জুন ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.
চিত্রঋণ: : Nicola Fioravanti