ঈদ মানে……… !

খুব ছোট্ট বেলা থেকেই শুনে আসছি
শব্দটার মানে আনন্দ
না, না কোন অভিধান দেখিনি কখনও
দেখেছি জীবনের ছন্দ।

আজ আবার এর অর্থ খুঁজবো কি নতুন করে
বিষন্নতায় হারাবে কি এর মানে
মিলনের বিপরীতে নিষেধাজ্ঞার তর্জনীতো তোলা
আমি খুঁজি খুশিকে এখানে-ওখানে।

খুশি নামের সেই চিরন্তন আনন্দকে আজ
কভিড নাকি করেছে বিষন্ন
যতবার আমি খুঁজি তাকে নিকট অতীতেও
ততবার সে হারায়, ঈদ যখন আসন্ন।

শারিরীক দূরত্ব এখন সামাজিক দূরত্বও বটে
নিষিদ্ধ হলো কোলাকুলির প্রথা
এখন কেবল আকারে ইঙ্গিতে, নতুবা সঙ্গীতে
সঙ্গনিরোধ থাকার সকরুণ ব্যথা।

মিথ্যে হলো কী ঈদ ও আনন্দের পুরোনো সে সমীকরণ
অভিধানেও কি ভুল ছিল তবে বছর বছর এ ঈদ-বরণ।

২২শে মে ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *