নিঃশব্দ চরণে বিচরণ করো আমারই আঙিনায়
নিয়ে যাও অঘ্রাণের ঘ্রাণটুকু ফাল্গুনের ফুলেল আবহে
সিঁদ কেটে নাও জানি , সিঁদূরের শেষ কৌটো খানিও
সিঁথি তবু রেখে দা্ও শূণ্য এখনও , কার জানি প্রতীক্ষায়।
স্বপ্নরা করে আনাগোনা ঘুমের খিড়কি দূয়ার দিয়ে
কাঁচের স্বপ্নরা ভেঙ্গে যাবে জানো ভাঙ্গলে ঘুমের ঘোর
তাই বুঝি বোতলে আঁচারের মতো তাজা রাখো প্রতিনিয়ত
আগুনে পুড়ানো , রোদে শুকোনো কয়েক টুকরো স্বপ্ন তোমার ।
মাঝে মাঝে উল্টে পাল্টে দেখো নকশি কাঁথা স্বপ্নগুলো
আবার ভাঁজ করে রাখো , নেপথিলিনের নিরাপদ নিশ্চয়তায়
বোকা পোকারাও আর গলাবে নাক’ নাক স্বপ্নের সঙ্গমে
স্বপ্ন তোমার থেকে যাবে অক্ষত , রেখে যাবে মনে ক্ষত কিছু।
অঙ্ক কষে যায় মন আমার , স্বপ্নে-সত্যে সাধন করি সমীকরণ
সে অঙ্ক যদি হয়ে যায় কলঙ্কের কঙ্কাল , জানি অবধারিত মরণ।
১লা ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed