অপেক্ষা অন্য এক বৈশাখের

প্রতীক্ষায় প্রতিদিনই গুনছি দিন
কবে শুধবো তবে জমে থাকা ঋণ
দেখবো তোমার কপালে সূর্যরাঙা টিপ
দেখবো পূব আকাশের নীলে জ্বলছে প্রদীপ
শুনবো তোমারই কন্ঠে কবিতার কথা
ভুলবো বুকে চেপে রাখা যাবতীয় ব্যথা
আমার শব্দরা সব তোমার ঠোঁটে পাবে প্রশ্রয়
এটুকুই আশা আমার কিংবা বলতে পারো আশ্রয় ।

কষ্ট এবং আনন্দের কী আশ্চর্য সহবাস ঐ দৃষ্টিতে
তবু কষ্টের মেঘেরা হারায়, আনন্দ-আলোর সৃষ্টিতে
কফি-কাপের ধোঁয়ার মতোই ঊবে যায় হাসি মাঝে মাঝে
আবার দেখি সুখের তারা ফোটে অকস্মাৎ এক আঁধার সাঁঝে ।
অপেক্ষায় থাকে মন আমার আরেক বৈশাখের জন্য
হঠাৎ যদি হয়ে যায় দেখা ভালোবাসা হয়ে যাবে ধন্য ।
হৃদয় তখন রমনা হ্রদের উচ্ছল স্রোতে জল ছল ছল
আর হৃৎ বাগানে ফুটবে তখন হারিয়ে যাওয়া হৃৎ-কমল।

বার বার পাল্টাই আমি ক্যালেন্ডারের বারোটি পাতা
প্রতীক্ষায় ভ’রে ফেলি কবিতার এই জীর্ণ খাতা

৩রা বৈশাখ ১৪২৭
১৭ই এপ্রিল ২০২০ , ম্যারিল্যান্ড

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *