পয়লা বৈশাখ যে বিষন্ন হবে আবারও
সে কথা দরকার ছিল না ভাবারও
একাত্তরে রমনার বটমূল ছিল সুনসান
ঠিক যেন এক জনশূণ্য গোরস্থান।
শাহবাগের চত্বর থেকে হেঁটে যাইনি আমরা কেউ
রমনা পার্কেও নামেনি কোন উত্তাল জনতার ঢেউ ।
সূর্যোদয়ের সময়টা ছিল নিকশ কালো অন্ধকার
বাঙালির জন্যে ছিল সব ক’টা বন্ধ দ্বার ।
তবু হৃদয়ের গহীন গোপনে স্বপ্নরা বাড়ছিল ধীরে ধীরে
সবুজ লাল,তুলে পাল নাওখানা জানতাম যাবে ভিড়ে ।
অবশেষে বছর ঘুরে এসে গেল সেই কাঙ্খিত সকাল
সুরে ও বাণীতে ভরে গেল প্রাণ, আকাশ হলো সূর্য লাল।
বছর এলো, বছর গেল, সুরে সুরে ভরলো আকাশ
প্রাণ ভ’রেই নিশ্চিন্তে নিই বোশেখী ভোরের বাতাস।
অকস্মাৎ এক অনুজীব একাত্তরের মতোই হানলো আঘাত
বোশেখি ভোরে নামলো আঁধার অদৃশ্য অসুর করলো ব্যাঘাত
এখন আবার প্রত্যাবর্তন যেন , এক বিষন্ন বৈশাখের দিকে
অসুরেরা করে নস্মাৎ সব, সময় যায় আমার কষ্টের কাহন লিখে।
ছায়া বৃক্ষ তলায় লোক নেই কোথাও, ছায়ানটের সুর এখন স্তব্ধ
বটবৃক্ষের শাখায় কোকিলই কেবল গায়, আমরা যেন আজ জব্দ
মঙ্গলশোভা যাত্রা থেমে গেল আজ অকস্মাৎ এক অমঙ্গলের প্রতাপে
থমকে গেল রমনা হ্রদের জল , অশ্রু ঝরে অনর্গল এক অসুখের চাপে
এখন প্রতীক্ষা, প্রতীক্ষা এবং প্রতীক্ষা আরেক বৈশাখী সকালের জন্য
জানি হবে বাঙালি তখন, পান্তা ইলিশে ,সুরের লহরিতে ধন্যই শুধু ধন্য।
১লা বৈশাখ ১৪২৭
১৪ই এপ্রিল ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.