কথা কী ছিল এমন
যে তুমি আসবে আমার মৃত্যুর আগে
কথাতো ছিল কেবল
তুমি বসাবে না ভাগ আমার জীবন ভাগে।
কথা কী ছিল এমন
যে বসন্তের হাওয়ায় তুমি অযথাই ভাসবে
কথাতো ছিল না মোটেই
বিশ্ববাসী এমন কোরাসে কাশবে।
কথা কী ছিল এমন
যে তুমিই নেবে খোঁপায় গাঁথা ফুলের রূপ
কথাতো ছিল না আদৌ
যে মূহুর্তের অঙ্গুলি হেলনে বিশ্বকে করবে চুপ।
কথা কি ছিল এমন
যে বন্ধু বেশে তুমিই হবে মৃত্যুর দূত
কথাতো ছিল না কখনও
যে জীবনকে নস্যাৎ করে হয়ে যাবে ভূত।
কথা কি ছিল এমন
যে হয়ে যাবে তুমি অসুরো এক ঘাতক
কথাতো ছিল না মোটেই
করোনায় করে দেবে করুণা ভিক্ষের চাতক।
১লা এপ্রিল ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.