কফি কাপে তোমায় দেখা

স্বর্গে বসে এক কাপ কফি খাবার আনন্দটাই
এখন আমার হৃদয় কম্বলের এক মাত্র সম্বল।
কিংবা বলতে পারো কোন এক জাদুর কাঠিতে
ক্যাফেটাই হয়ে গেল সেদিন অন্তহীন স্বর্গ সরল ।

এখন যখন নিঃসঙ্গ নীরবতায় কাটছে দিন, প্রতিদিন
তখন নরকে নন্দনে ব্যবধানটা সহজেই বুঝি
মেঘাচ্ছন্ন ঐ চোখ থেকে খুঁজে নিই লুকোনো আলোটুক
নিতান্ত স্বার্থপরের মতো কষ্টের কলসেও আনন্দ খুঁজি।

কাহিনীটা সংক্ষেপ ছিল অতি, চলচ্চিত্রের দ্রুত ফ্ল্যাশব্যাকের মতো
অতঃপর ফিরে আসা শব্দের জগতে বার বার
স্ব্প্ন ও বাস্তবের সীমানায় দাঁড়িয়ে , কবিতায় খানিক অবগাহন
তারপর যেন দ্রুতই জীবনে ফিরে যাওয়া যার যার।

বেদনায় আনত ছিল দৃষ্টি যতটা, আনন্দে উদ্ভাসিতও ছিল ততটাই
স্বার্থপরের মতো আনন্দুকুই কুড়িয়ে নিলাম আমি
তুমি বেদনার বৃষ্টিতে ভিজে ভিজে হাসলে কারণে -অকারণে বার কয়েক
সুক্ষ সুখের যে অনুভূতি ছড়ালে সেটাই কী কম দামি !

এখনও, এই নারকীয় নীরবতায় শুনি দুঃখ সুখের সুক্ষ সুর
হৃদয় বীণায় বাজিয়ে চলো অনামিক এক অনুভব
সেই টুকুই সম্পদ আমার, সমৃদ্ধ করে হৃদয়ের সবটুকু জুড়ে
এই অনুভবের অনুচ্চারিত সংজ্ঞা রয়ে যাবে নীরব।

শ্রদ্ধা ও ভালোবাসার এক মিশ্র অনুভূতিতে নিত্যই কর ঋদ্ধ
রক্তাক্ত ও রিক্ত হৃদয়ও তাই অভাবী থাকে না, হয় সমৃদ্ধ।

২৮শে মার্চ ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *