চিন্ময়ীর পাঠানো চিরকুট খোলা হয়নি এখনও
অনুজীবের জীবাণুর ভয়ে বিশ্ব যখন তটস্থ
ঠিক তেমনি সময়ে এলো তার শব্দরা সব
শব্দের উপরে আছে কি তবে প্রেমের পরম-অণু
নাকি শুধু পুষ্পবেশী গুচ্ছ গুচ্ছ অঢেল জীবাণু !
এইতো সেদিন ভেবেছিলাম শব্দরা আসবে প্রজাপতি হয়ে
রাঙাবে হৃদয় আমার, চিন্ময়ীর চিত্তও হবে বর্ণিল বরাবর
তারপর পটোম্যাক তীরে চেরি ফোটার মৌসুমে হাঁটবো
হাতে থাকবে হাত, হৃদয়ের সাথে হৃদয়ের আশ্চর্য মিলন
স্বপ্নরা আজ পরাস্ত হয়,বন্ধ এখন সবই- ভূবন এবং ভবন।
চাতকের মতো আমিতো চেয়ে থাকি করুণা বর্ষণের দিকে
ধূয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে যখন করোনার অনুজীবেরা সব
চেরি ফুলের সমারোহে জনসমাগম হবে আবারও একদিন
নন্দন কানন থেকে মন্দরা দ্রুতই যখন যাবে ভেসে
তখনই এক নতুন আলোয় ফুটবে ফুল , উঠবে তুমি হেসে।
নির্ভয়ে খুলবো জানি প্রেয়সীর পাঠানো সেই চিরকুটখানি
সংশয়ের মেঘেরা পালাবে দ্রুত, জয়ী হবে প্রেমের বাণী।
উঠবে সে উঠবেই জানি মেঘের আড়ালে লুকনো সূর্যও ,
ব্যাধি হবে বিজিত জানি শুনবো জয়েরই তূর্যও।
২৪শে মার্চ ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.