বিবাদ বিশ্বাসের !

বড়ই বিভ্রান্তিতে ভুগি আজকাল

মৌলবাদের মল্লযুদ্ধ লেগে যায় যখন তখন

বিশ্বাসে বিশ্বাসে লড়াইয়ে ওঠে নাভিশ্বাস

তখন বুঝিনে কার কাছে পাবো আশ্বাস

নিজের  বিশ্বাসটুকু নিয়ে টিকে থাকার

নাকি আমাকেও বলবে অবিশ্বাসী অকপটে।

 

বিশ্বাস যাদের আছে ভিন্ন ভিন্ন

অভিন্ন যদিও নিঃশ্বাসে তারা

অবিশ্বাসী বলি তাদের কোন অধিকারে ?

ঈশ্বরে ঈশ্বরে কেন লাগাই বিবাদ

বিব্রত হন বরাবর যিনি প্রেমের পরমেশ্বর

ক্ষুদ্র ক্ষোভে আমরা শুধু খুঁড়ে যাই নিজ গর্ত।

 

আত্মার সত্য লংঘিত হয় স্বার্থের কোপানলে

বাইরের রূপেই শুধু অনুসিদ্ধান্ত নেওয়া বরাবর

কাফিরে যবনে রেখা টেনে, মানুষের যবনিকাপাত।

সৃষ্টিতে  সৃষ্টিতে ভালোবাসার এই অনাবৃষ্টিতে

আর কতকাল রুক্ষ রবে মনুষত্বের এই ভূমি

মানুষ না জাগলে মানুষের প্রেমে, প্রকৃতিতো অসহায়

 

ভালোবাসার ডাক দিয়ে এসো অবসান ঘটাই অন্ধকারের

এবার খুলে যাক সব বাঁধন , মনুষত্বের বন্ধ দ্বারের

 

 

৩১শে মে ,২০১৬, ম্যারিল্যান্ড

Copyright@ anis ahmed

 

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *