প্রেমের প্রকৃতি

আকাশচারী হয় যতই এ মন আমার
অবশেষে অবতরণ সোঁদা মাটির বুকে
নক্ষত্রের দিকে যতই বাড়াই না কেন
এ হাত, সময়কাটে কলমি লতা শুঁকে।

উচ্চমার্গের তত্বকথায় কিছুক্ষণ থাকি শশব্যস্ত
অবশেষে নেমে আসি প্রযুক্তির প্রয়োগে
যোগের অংক যতই কষিনে কেন শুণ্য খাতায়
সবই অকষ্মাৎ হারাই এক বিষন্ন বিয়োগে ।

হিসেব মেলাতে পারেনা, বেহিসেবী এ মন আমার
তাই অংকের খাতায় পেয়ে যায় মস্তবড় শূণ্য
বিস্ময়ে বিমুখ হয়ে যাই নিজেই বার বার
খুঁজে বেড়াই যত্র তত্র কেবল কয়েক ফোঁটা পূণ্য।

রুমির রচনায় , হাফিজের হতবাক করা কবিতায়
চৈতণ্যের দর্শনে এবং লালনের ললিত গানে
সন্ধান করি নিয়তই আমি ভালোবাসার ভুবনখানি
পাইনে বাইরে কিছুই,সে তো লুকিয়ে থাকে প্রাণে।

প্রেম কেন বাঁধা পড়ে যায় ধর্মের নিগুঢ় বন্ধনে বরাবর
কেন তারা হারায় আজকাল হিজাবে-লেবাসে
কেন ঈশ্বর প্রেম হায় হঠাৎ নিয়ে ফেলে পোশাকি প্রকৃতি
কেন প্রেম পায় না ক’ পরশ গোলাপের সুবাসে।

প্রেমের প্রকৃতি পরিবর্তনে বিচলিত থাকি রোজকার এই আমি
জানিনা আমি , জানোনা তুমিও জানি, জানেন বুঝি অন্তরযামী

Copyright@ Anis Ahmed
January 25, 2020 Dhaka

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *