এই যে আকাশ জুড়ে ঘুরে বেড়াই আমি
কখনো মেঘের আড়ালে হা্রাই ইচ্ছে করেই
কখনো নক্ষত্রের এতটাই কাছাকাছি চলে যাই
যে তুমি দিব্যি দেখতে পাও অট্টালিকার ছাদ থেকে
তুমিও নাড়াও হাত যে্ন টেনিস বলের মত ধরে ফেলবে আমায়
অতপর আমি এক পরাস্ত পাখি,ডানা কাটা সত্তা নিয়ে থাকি পড়ে।
আর কত দূরে যাব বল, ঘুড়ির মতই ঘুরঘুর করি
কোন এক চন্দ্রাবতির কাছাকাছি, ঘ্রাণ নিই নিঃশব্দে
লাটাইটা যে তোমার হাতে বেমালুম ভুলে যাই
কবে যে ধরে দেবে টান, দ্রুতই চলে যাব তোমার আঙ্গিনায়
মাটির ঠিক বিপরীত প্রান্তে, হয়ত বুঝবো না ফারাক
কিংবা আকূল হবো প্রিয় পরিচিত মাটির কাছে আসতে ।
তত দিনে হায় অন্য ভোরে আমি , ভিন্ন আকাশের কাছাকাছি
হয়ত আমি নেই কোথাও, হয়ত , আবার দেখ কাছেই আছি
copyright@Anis Ahmed
20 February 2020
On Board an Airline