ভালোবাসা

ভালোবাসা কাকে বলে জানি না আমি
শুনেছি এ না কী কোন এক অনুভূতির নাম
অনুভূতি-টনুভূতির তেমন তো ধার ধারিনি কখনও
তবু শুনেছি আজ না কি ভালোবাসা দিবস
জগতের তাবৎ নারীও পুরুষ এবং তৃতীয় লিঙ্গের যারা
সবাই সমস্বরে গাইবে ভালোবাসি ভালোবাসি বলে
হয়ত আমিও মেলাবো গলা বেসুরো সুরে আজ
গড্ডালিকা প্রবাহে ভাসাবো গা তোমাদেরই সাথে
লাল গোলাপ নিয়ে দাঁড়াবো রাস্তার ধারে একা একা
যদি কেউ প্রেমের অজুহাতে গোলাপ নিয়ে যায় এসে ।

ভালোবাসা মানে কী কেবল অঢেল গোলাপের ছড়াছড়ি
সুবাসের চেয়ে রং নিয়ে কেবল খুনসুটি , কাড়াকাড়ি
ভালোবাসা কি শুধু উপহারের উষ্ণতায় শীত এড়ানোর নাম
ভালোবাসা কি হৃদয় আঁকা শত শত চকোলেটের দাম
হায় ভালোবাসা আজতো দেখি বন্দী হলো পঞ্জিকার পাতায়
ভালোবাসা আজ শনৈ শনৈ সমৃদ্ধ হয় ব্যবসায়ীর হালখাতায়
কর্পোরেটগুলো হাতিয়ে নিয়েছে ভালোবাসার কোমল হাত
অসহায় ভালোবাসার এখন টাকা গুনতেই কেটে যায় রাত ।
ভালোবাসার এমন রম রমা ব্যবসা দেখেনি বিশ্ব আগে
মন করে উস খুস আমারও আজকাল , প্রেম নাকি পণ্যের অনুরাগে।

বুঝি না আমি ভালোবাসার এই উচ্চকিত বাণী, এই সমস্বরে চিৎকার
ভালোবাসা আমার কাছে হৃদয়ের গহীন বনে এক গোপন শীৎকার

১৩ই ফেব্রুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *