স্বদেশ সন্ধানী মন আমার

স্বদেশের সোঁদা মাটির সুবাস পেয়ে যাই মাঝে মাঝে
বিদেশী পারফিউমের সুগন্ধে
মেঠো পথের আভাসও পাই প্রায়শই আমি আজকাল
রাত-জাগা শহরের নিজস্ব ছন্দে ।
রমনা পার্কের পাশের সেই পরিচিত ফুচকাওয়ালা
আর জ্যাকসান হাইটস’এর ফুচকা-বিক্রেতা
একই সত্বা নিয়ে ধরা দেয় আমার মানসপটে বরাবর
কারণ আমিই তো সেই অভিন্ন ক্রেতা।

স্বদেশ সন্ধানে শব্দ-শ্রমিক হয়ে গাঁথি যখন অক্ষরগুলো
তখন তোমরা বলো , বাহ দারুণ এ কবিতা
শব্দ-শ্রমিক একা নইতো আমি , আছেন অজস্র কমরেড সাথে
তাই মিলন-মেলায়, আঁকেন তাঁরা অভিন্ন সেই ছবিটা ।
হৃদ-গগনে বিচরণ করে প্রত্যহ যে অসংখ্য তারার মিছিল
অন্তরালে তার ফেলে আসা একপ্রস্থ আকাশ
তাই বাইরে যতবার দেখি ম্যানহাটানের চোখ ধাঁধাঁনো আলো
ভেতরে চুপিসারে পাই আমি স্বদেশের আভাস।

ফেব্রুয়ারির তারিখেরা পাল্টায় প্রতিদিন পঞ্জিকার পাতায় পাতায়
একুশ কেবল একুশই থাকে ফেব্রুয়ারি জুড়ে মনের এ খাতায়।

৫ই ফেব্রুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

চিত্রঋণ : Friends of Cumilla

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *