স্বপ্নের কাছি

না হয় জমাট মেঘ হয়েই এলে
ধূসর এই আকাশে আমার
তারপর বৃষ্টিতে সৃষ্টি হবে জানি
শব্দমুখী এক গুচ্ছ কবিতার।

অথবা আসতে পারো ভোরের আলো হয়েই
অন্ধকারের বন্ধ দ্বার খুলে
শিশির-ভেজা ঘাসেরা হবে সজীব আরো
বাগান আমার ভরবে ফুলে ফুলে।

কিংবা আসো যদি গোধুলির সিদুঁরে রং মেখে
মূহুর্তেই ফুটবে তারা ,উঠবে চাঁদ
সমুদ্রের ঢেউয়ে লাগবে নতুন জোয়ারের অনবদ্য আঘাত
ভাঙবে ক্রমশই বাধার বাঁধ।

তোমার আসা-না আসায় , আশা-নিরাশার দোলনা দোলে
কখনও চলে যায় আকাশের কাছাকাছি
জোয়ার ভাঁটার মতো , কখনও ভেজায় , কখনও ডোবায়
হৃদয়ের দেহ। ফেলে রাখি শুধু স্বপ্নের কাছি।

২০শে জানুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *