মৃত্যু

সেই দেয়ালের দিকে হাঁটছি আজন্ম
হাঁটি হাঁটি পা পা করে নয় এখন আর
দ্রুতযানের একনিষ্ঠ এক আরোহী আমি
প্রিয় পরিচিত প্রকৃত ও প্রেমেরা পেছনে সরছে ক্রমশই
সেলুলয়েডের পর্দার মতো দৃশ্যগুলো দ্রুতই ধাবমান
যতটা এগুচ্ছে আমার এই জীবনের দেয়ালমুখি যান।

দেয়ালের ওপারে কি আছে, জানিনে আমি
আশা-আশঙ্কার দোদুল্যামান মন নিয়ে থাকি
ক্ষয়িষ্ণু এই সত্বায় বিভাজিত অনুভবেরা সব
কখনও মনে হয় দেয়ালের ওপারে আছে ভাল্লুকের ভয়
কখনও ভাবি অজস্র সরীসৃপের রাজত্ব সেখানেও
কল্পনারা সব কিলবিল করে আজকাল এখানেও।

প্রাচীরের পরপারের চিত্রগুলো সবই শুনি বিচিত্র
কোথাও বা শুনি ছায়তলে শীতল জলের হ্রদ বইবার কথা
আবার শুনি বনাগ্নিতে তাপদগ্ধ হবার নিষ্ঠুর কাহিনী
সেখানে নাকি রৌরব নরকে সাপেরা তুলে আছে ফণা
অথবা স্বর্গের কাননে ফুটে আছে বুঝি শত সহস্র ফুল
কখনও তাই প্রাচীর পেরোতে পিছ-পা হই, কখনও কেবল ব্যাকুল।

এমনি এক বৈপরীত্যকে বহন করে চলেছি জন্ম থেকে জন্মান্তরে
কোনটা পুরস্কারের প্রত্যাশায় পরিপূর্ণ, কোনটা তিরস্কারে রক্তাক্ত
একদা যেমন মাতৃগর্ভের দেয়াল টপকে এসেছিলাম জগতের সীমানায়
অজানার আশংকায় কেঁদেছিলাম উচ্চস্বরে, কেউ বোঝেনি সেকথা
আনন্দের এক ভিন্ন নন্দন কাননে সম্পর্কের উষ্ণতায় কেটে গেল কাল
ভিন্ন দেয়াল পেরুনোর সময় এলো বুঝি , বুঝিনে শুধু দিনক্ষণ সাল ।

মরণতো নয় কেবল হৃদস্পন্দনের অবসান, বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস
পার্থিব প্রাচীর পেরুনো কেবল, অসীমের সাথে মিলনের এ বিশ্বাস ।
আত্মা কেবল পাল্টায় পোশাক , পরমাত্মার সাথে মিলন মেলায়
অতঃপর তারা একাত্ম হয়ে যায় , পার্থিব এহেন বিচ্ছেদ বেলায় ।

২০শে জানুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *