যাত্রী মনের অভিযাত্রা

এমনই নির্বিঘ্নে নিমজ্জিত থাকো নিজের মধ্যেই
যে ডুবুরি মন আমার খুঁজে পায় না তল তোমার
ছিপ দিয়ে আনবো তুলে তেমন নিষ্ঠুর নই আদৌ
তাই নিজেই ডুব দিই থই থই জলের অথৈই সাগরে।
অস্ফুট শব্দে ফোটে না তোমার স্পষ্ট অনুভবের ফুল
তরল অক্ষরে সাঁতার কেটে যাই অর্থ খোঁজার অজুহাতে।

কষ্টের কাঁকড়াগুলো কুঁড়ে কুঁড়ে খায় বালুকা মন আমার
বালিকা মনের সন্ধানে ডুবে থাকি শব্দের সৌখিন আবর্তে
বর্ণমালার কোমল কম্বলে আবৃত করে রাখি আব্রু তোমার
তারপর নিজেই নিই নিঃশ্বাসে, তোমার অবশিষ্ট বিশ্বাসটুকু
পথিক প্রাণ আমার আতঙ্কিত থাকে পথ হারানোর শঙ্কায়
গোলক ধাঁধাঁর গলিতে গলাতে চাইনে গহীন হৃদয় আমার।

নিবিষ্ট মনে তাই জাহাজ ভেড়াই তোমারই বন্দরে নিত্যই আমি
নীরবতা তোমার সম্মতি জেনে তুষ্ট থাকি ,বাকিটা জানেন অন্তর্যামি।

২৮শে মে ,২০১৬, নিউ ইয়র্ক
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *