….এবং অতএব কবিতাই তুমি

অংকের হিসেব মেলাতে পারিনে আজকাল
কবিতে কবিতায় সমীকরণ পেয়ে যাই অনবরত
যে ছিল কবি একদা আমার পরিচয়ে
অকস্মাৎ দেখি সেই-ই তো হয়ে গেল কবিতা আমার ।
পুরোনো ডায়েরির পাতায় লেখা শব্দরা সব
এখন দেখি হেঁটে যায় তোমারই শষ্য ক্ষেতের আল ধরে
শব্দরা এখন ফুল হয়ে ফোটে নিকোনো উঠোনে তোমার
তাদের যতটা নিজের ভাবো , ততটাই তারা আমার।

কবিতার সাথে তোমার এই সখ্যতায় শুধু কবি নও তুমি
কবি হও কারণ , তোমাতে কবিতায় পেয়ে যাই সমীকরণ
না , না কবিতার উপাদান খুঁজিনি তোমাতে কখনই আমি
উপমায় উৎপ্রেক্ষার অনুবীক্ষণে সর্বক্ষণ বিচার করিনি তোমায় ।
আসলে কী জানো ! তোমার ছবিটাই তো সার্থক কবিতা
কবিতাতো পেয়ে যাই তোমার ঘন কালো চোখের পল্লবে
কবিতাতো পেয়ে যাই তোমার ময়ুর পুচ্ছ চুলের গুচ্ছে।
কবিতাতো পেয়ে যাই তোমার নিস্পলক নেত্র-নক্ষত্রের দিকদর্শনে ।

কবি তুমি তাই রূপান্তরিত হয়ে যাও, কবিতার অবমুক্ত কোন ছন্দে
সমীকরণের অংকে নিতান্ত কাঁচা এই মন তখনই ভ’রে ওঠে নির্মল আনন্দে।

১৭ই জানুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *