কৈশোরিক প্রেমের কথকতা

একদা এক চিলতে উঠোনে আমার চিরকুটে তোমার ফুটেছিল ফুল
প্রথম প্রেমের মুকুল বলেই বোঝেনি তোমার কিশোরী মন।
জ্যামিতির কঠিন উপপাদ্যের পাতার ভাজে এ কী উপহার প্রাপ্তি

তখনও বোঝেনি চিলতে উঠোনে যে সলতে জ্বালাবে পদ্ম-প্রেমের।
সঙ্কোচে আনন্দে কেটে গেছে বিলক্ষণ এ মনের লক্ষকোটি অনুক্ষণ
অস্থির চিত্ত তখন চিরকুট পাঠে ব্যতিব্যস্ত চিরল পাতা ঢাকা গাছের তলে।

বোঝোনি তখন কতটা গভীরে ফেলেছিলে এ কঠিন ছিপখানি তোমার
মালার মতোই গেঁথেছিলে হৃদয় , শুধু তোলোনি কখনও ঘরেতে আর ।
বালকের মৎস ও মন ছটফট করে কাদায় জলে মাখামাখি হয়ে একাকার

বিচ্ছেদ বেদনার অবিচ্ছেদ্য হাসিতে , রক্তাক্ত তখন বিভোর হৃদয়।
খেলাচ্ছলে সে ছিপ তোমার তীরের মতো বিঁধেছিল কখন ও কারও মনে
নিজের নিকোনো উঠোনে ওঠাবে তরল সরল হৃদয় কারও,ভাবনি তেমন করে।

তোমার ফেরারি মন অতঃপর ফিরে গেছে অন্যত্র কোন সুদূর সাগর টানে
কাছের কিশোরের পরিচিত পুকুর পাড় অহরহ ভরেছে কেবল বিরহ গানে।

Copyright: anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *