আশার নিরাশা

সারাটা দিন আকাশে জমাট মেঘ
আশা ছিল নামবে বৃষ্টি
কই বৃষ্টিতো নামলো না।
সারাটা দিন রেল লাইন ধরে চললো গাড়ি
আশা ছিল থামবে ট্রেন
কই ট্রেনতো আর থামলো না।
সারাটি দিন বাগানে আমার একটি ফুলের কলি
আশা ছিল ফুল ফুটবে বুঝি
কই ফুলতো আর ফুটলো না ।
সারাটা দিন প্রতীক্ষায় পেরিয়ে গেল গোধুলি লগ্ন
আশা ছিলো দেখবো একখন্ড অখন্ড চাঁদ
কই চাঁদ হয়ে তো সে উঠলো না।
সারাটা দিন কাটালাম সময় সমুদ্র সৈকতে
আশা ছিল সাগর জলে ভেজাবো পা নিরবধি
কই ঢেউ হয়েতো সে আসলো না
আশা ছিল আসবে জোয়ার প্রতীক্ষার এক প্রান্তে এসে
কই জোয়ার- জলে হৃদয় তো আর ভাসলো না।

আশায় আশায় ফুটলো কেবল আশার মুকুলগুলো
স্বপ্নপূরণ হলো না ‘ক আরশিতে এবার জমলো ধুলো।

১১ই জানুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *