নাই-ই বা …

ঝুম বৃষ্টিতে নাই-ই বা ভেজালে মন আমার
পশলা বৃষ্টি হয়ে এসো মরু মনে।
খরতাপে নাই-ই বা যোগালে উত্তাপ আমায়
হাল্কা রোদের উষ্ণতা নিয়ে এসো বনে।
প্রস্ফুটিত গোলাপের সুবাস নাই-ই বা ছড়ালে উঠোনে আমার
কুসুম-কলিতে সম্ভাবনা হয়ে এসো
মরুভূমির বালুকারাশি হয়ে নাই-ই বা পুড়ালে মন আমার
বেলাভূমির বালি হয়ে সমুদ্রেতটে এসো।
পূর্ণিমার চাঁদ হয়ে নাই-ই বা এলে আকাশে আমার
তারার মতো তোমার জ্বলজ্বলে অস্তিত্বে ডাকো
সমুদ্রজলে নাই-ই বা ডুবালে নিত্য ডুবুরি মন আমার
নদীর ঢেউয়েই আমার হৃদয় বরাবর ভিজিয়ে রাখো ।
অরণ্যের সবুজ আঁধারে নাই-ই বা লুকালে মন আমার
কচি ঘাসের কোমল স্পর্শে ভরিয়ে রাখো প্রাণ
মজলিশি কোন আসরে বসে, নাই-ই বা বাজালে সপ্ত সুর
শোনাও কেবল বার বার সহজিয়া কোনো গান।

এমনি করেই নিত্য উড়াই ইচ্ছে ঘুড়ি হৃৎ-আকাশে
লটাইখানি ভিন্ন হাতে, আমি ভাসি কল্প আশে।

৭ই জানুয়ারি ২০২০, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *