হৃদয়ের কথা

কাঠবিড়ালি মন নিয়ে এতো ছুটোছুটি
এ-গাছ থেকে ও-গাছ, কিংবা এ-ডাল থেকে ও-ডাল
তাতে কতটুকু শান্তিই বা খুঁজে পাও
খাদ্যের সন্ধানে না হয় নিত্যই ভাসাও নাও
তাতে উদর-পূর্তি হবে বেশ ফুর্তিতেই
কিন্তু হৃদয় ভরানোর আশ্বাস কোথায় বা পাবে তুমি ।

আদম-দম্পতির স্বর্গচ্যূতি, নিষিদ্ধ ফল খাবার সেই পরিণতি
সেতো ক্ষণিকের আস্বাদ দিয়েছিল আদি পিতাকে
সেই আস্বাদ আমরা নিয়ে চলেছি আদিকাল থেকেই
কখনো ক্ষমতার দম্ভে , কখনও ক্ষমা চাইতে অক্ষমতায়
কিন্তু হৃদয়ের ক্ষুধা রয়ে গেছে আজও অন্তঃপুরের অন্দরমহলে
কে তাকে করবে নিবারণ, কে-ই বা করবে বার বার বারণ ।

ভিখিরি মন নিয়ে বসে থাকি, প্ল্যাটফর্মের প্রান্তে একাকী আমি
প্রান্তিক মানুষ ভেবে দয়া-দাক্ষিণ্যে ভরে দেন আমার শুণ্য থালা
কখনও কখনও আমার সে পাত্রে ভরা থাকে বড় বড় অবহেলা
কিন্তু হৃদয়ের পাত্র হায় ফিরেও দেখে না ক’ কেউ কখনও
বোঝাতে পারিনে নিরন্তর বেদনা , অন্তরপুরের সব টুকু জুড়ে
এখনও জানিনে হৃদয় রাখবো কোথায়, পরাণ যখন যাবে উড়ে ।

প্রাণেতে হৃদয়ে অহেতুক এ মল্লযুদ্ধে জয়ী হবে কে জানিনে আমি
আমি শুধু চাই প্রাণের অবসানে , অবশেষে হৃদয় থাকুক সর্বত্রগামি ।

৩রা জানুয়ারি ২০২০ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *