শুরু, নাকি শেষ !

কাহিনীটা প্রায় একই রকম প্রতিবছর
আবার ঐ টাইম স্কোয়ারে বছরের বলটা পড়বে
আর তখনই তাবৎ লোকজন সুরার গেলাস তুলে
চিয়ার্স বলে উল্লাসে পড়বে ফেটে ।
উচ্চ সুরে কিংবা বেসুরে ধরবে গানের রব
যন্ত্রের যন্ত্রনায় হারাবে সঙ্গীতের শব্দরা সব ।

এখনো তো বুঝি না , বোঝো কি তোমরা কেউ
সময়ের ক্ষয়ে আনন্দ কেন থাকে অক্ষয় এমন ?
জানি বছরের পিঠে জোড়া লাগে আরো একটি বছর
যেমনটি হয়ে আসছে পূর্ব পুরুষের আমল থেকেই
কিন্তু কেউ কি বুঝেছে শুভঙ্করের এই অশুভ ফাঁকি
এ কী যোগেরই সংযোগ ; প্রাজ্ঞ-পুরুষেরা বলেন বিয়োগ নাকি !

সময়েরা এখন ছুঁড়ে ফেলে জীবন , জীর্ণ পুরাতন পোশাক যেন
অথচ কী আশ্চর্য সেই সময়ের ঘোড়-দৌড়োয় দর্শক কুলের কী উল্লাস
বোঝে না আদৌ , বাজি-ধরা ঘোড়ারা সব যতই দ্রুত দৌড়ে যায়
ততই উছলে পড়ে মদের গেলাস , আমাদেরই উষ্ণ উল্লাসে বার বার
অথচ লক্ষ্যে পৌঁছুনো ঘোড়ারা আমাদের পেছনেই ফেলে যায়
জেতে কেবল তারাই অংক পরীক্ষায় , আমরা হেরে যাই হায়।

বিয়োগই যদি হয় তবে খসে পড়া নক্ষত্র নিয়ে এই আনন্দ কী পরিহাস
পৃথিবীতে বাস করেও কখনই বুঝিনি বুঝি , এ যে বোকার স্বর্গে বাস।

৩০শে ডিসেম্বর ২০১৯ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *