অসময়ে আজ, সময়ের কথা

না, না তুমি প্লিজ, মিছে করো না তো রাগ
পঞ্জিকার পাতাগুলোকে বলো কে করেছিল ভাগ
বছর মাস দিনক্ষণের মধ্যে বিস্ময়কর বিভেদ রেখা
ঘন্টা-মিনিট-সেকেন্ডেই আমাদের করে রাখে একা
সেই পন্ডিত গণিতজ্ঞের জন্য আমার একটুও নেই শ্রদ্ধা
কোন হিসেবে মহাকাল হলো বিভক্ত, আমিতো নই বোদ্ধা।

এতো সব অংক কষার দরকারই বা ছিল কি বলো
নইলে তোমাতে আমাতে বিভাজনে চোখ কি হতো ছল ছল
নিয়তিকে দোষ দিয়ে ছাড়া পেয়ে যাই তুমি এবং আমিও
নিয়তি যে নিশ্চল এক কষ্ট-কল্পনা জানেন সে কথা অন্তর্যামিও।
হিসেব তো কষেছেন জগতের তাবৎ বড় বড় বিজ্ঞানিকুল
তাতেই আমরা হয়ে গেছি ভাগ , অংকে হয়ত ছিল না ভুল।

আচ্ছা ধরো এক মহাকালে নিত্যই যদি করতাম বাস
তোমাতে-আমাতে থাকতো না বিভেদ , একত্রেই বসবাস
ভোরের শিশিরে শিউলি কুড়ানোর আনন্দ হতো অভিন্ন
সাগর বেলায় রেখে যেতাম নিজেরাই নিজেদের পদচিহ্ন
স্বপ্নের আখরে তাই নিত্যই এঁকে যাই এখনও না-পাওয়া স্বর্গ
তুমি দেবী হলে , আমি হতাম দেবতা , উভয়ই উভয়ের অর্ঘ্য।

না, না তুমি মিছে করো না তো অভিমান , এ নয় কেবল কথার কথা
শান্ত করার সান্তনাতো নয়, সময়ের সীমা পেরুনোর এইতো অসীমতা।

২৭শে ডিসেম্বর ২০১৯ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *