এখন ক্রমশই সেতু পেরুনোর সময় আসছে দ্রুত
বসে আছি সেতুর এক প্রান্তে আমি, নির্লিপ্ত নিশ্চুপ
অপর প্রান্তে চুম্বক হাতে প্রতীক্ষায় রয়েছো তুমি
তোমারই ফেলে যাওয়া এই আমাকে পাবার প্রত্যাশায় ।
ফিরিয়েই যদি নেবে সহসা, তবে কেন পাঠালে মাতাল করে
নেশাগ্রস্ত এক তরুণের মতো এখন প্রকৃতির অপ্রকৃতস্থ প্রেমে
পাগল আমি, গেয়ে যাই তোমারই শেখানো গান বড্ড বেসুরো সুরে
তবু অসুরেদের বধ করার বোধি দিলে না হায় এখনও কোন ভিক্ষুকে।
স্বর্গ হতে ধাক্কা দিয়ে বিদায় যে দিলে নিষিদ্ধ ফল খাবার অপরাধে
ফর্মালিনতো ছিলো না সে ফলে তবু কেন এ হেন শাস্তি হে পিতা
এখনতো প্রত্যহই ফল খাই নিষেধাজ্ঞা অমান্য করে বার বার
ফর্মালিনের এ ফল ক্রমশই দেহ টেনে নেবে তোমারই কাছকাছি।
হৃদয় কি তবে পড়ে থাকবে নিশ্ছিদ্র অন্ধকারে অনন্ত কাল জুড়ে
এ বড্ড অবিচার তোমার -বিধাতা ও বিচারক, আমার প্রতি
হৃদয়তো কাঁদে নিত্যই জেনো সমর্পনের সৌরভিত স্বপ্নে আজকাল
তা হলে এ মনকে ডেকে নাও কাছে , দেহ না হয় থাকুক দিনকয়েক আরও।
দেহে মনে প্রত্যহই যে চলে আজকাল অযাচিত এক দ্বন্দ্ব
তারই অবসানে আসুক না এবার মিলনপ্রত্যাশী ছন্দ।
২৮শে মে ,২০১৬, নিউ ইয়র্ক
Copyright@ anis ahmed