ঊষার বাঁ হাতটা যখন ছুঁই ছুঁই করছে আকাশ
অকষ্মাৎ শুনি বিচিত্র এক স্বপ্ন বিলাস
কে যেন দিল ডাক সরাই খানার ঐ শহর থেকে
জীবনের শরাব কতদিন আর রাখবি ঢেকে
সুরা সব শেষ হবার আগে
পূর্ণ কর গেলাস নতুন অনুরাগে।
[ রুব্বাইয়োতে ওমর খৈয়ামের ভাব অবলম্বনে ]
২৩শে ডিসেম্বর ২০১৯ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.