রূপান্তর

মাঝে মাঝে শীত বিকেলে উত্তাপের আমেজ আনো প্রাণে
ভাবনার নদীগুলো তখন উত্তাল হয় উষ্ণ অনুভূতির গানে
জানি তোমার কষ্ট-কাহিনীগুলো তৈরি হয় অজস্র অশ্রু বিন্দুতে
অতঃপর ধীরে ধীরে রূপান্তরিত সে আশ্চর্য এক শোক-সিন্ধুতে ।

কষ্টের কাঁটা পেরিয়ে অবশেষে যখন ফোটে হৃদ-বাগানে ফুল
তখন কি মনে হয়না , নিকট অতীতের সবটুকুই ছিল ভুল ।
কখনও এক বসন্ত বিকেলে গেঁথেছিলে যে স্বপ্নালোকের মালা
কৈশোরিক কল্পনারা কালের পরিক্রমায় কেবলই কন্টক-জ্বালা।

ঊলের কাঁটায় ঊষ্ণতা বুনেছো , হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে
তবু হিমেল মেঘ ঢেকে দিল সবই , আবেগটকুও কেড়ে নিয়ে
বাস্তবের সম্মুখীন তুমি লড়ছো , এখন স্বত্বার লড়াই প্রতিদিন
সুরে সুরে ঘুরে দাঁড়ানোর এ সম্মুখ সমরে অসুরেরা ক্রমশই ক্ষীণ।

যেখানই থাকো মিশিগান কিংবা মুন্সিগঞ্জ ;নিউইয়র্ক কিংবা নোয়াখালি
এখনতো এলো সময় সমুদ্র অবগাহনের অতিক্রম করো শত শত বালি।
উপন্যাসের বিন্যাসে এখন নাই-ই বা বললে নির্যাতনের এত সব কথা
এবার ফুল হয়ে ফুটুক শৈশব স্মৃতি , হোক অতিক্রান্ত যত সব ব্যথা।

এসো তবে নন্দন কাননে, কানায় কানায় পূর্ণ করো অনুভবের সরোবর
বেদনার রসে নিমজ্জিত হৃদয় তোলো , উভয়ই হয়ে যাই নির্ভয়ে উভচর।

২২শে ডিসেম্বর ২০১৯ , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *