কবিতার কাঁচামাল

শৈশবের এক প্রিয় পরিচিত বন্ধু
সে দিন হাঁটতে গিয়ে বললো
এত যে শব্দের খেলা দেখাও যখন তখন
কবিতার রসে ভরাও পেয়ালা প্রায়শই
কাঁচা মাল পাও , কোত্থেকে?
এই মন্দার বাজারে , কে জোগায় কবিতার কাঁচা মাল ।

কবিতার কাঁচামাল আসে কোন কোন কষ্টের কাহন থেকে
কবিতার কাঁচামাল আসে জীবনের অভিজ্ঞ বাহন থেকে ।
কবিতার কাঁচামাল আসে , ফেলে আসা দিনের স্মৃতি থেকে
কবিতার কাঁচা মাল আসে অসংজ্ঞায়িত কোন প্রীতি থেকে ।
কবিতার কাঁচা মাল আসে দু পা নিমজ্জিত ছল ছল নদী থেকে
কবিতার কাঁচা মাল আসে স্বপ্নে পুষে রাখা অনেকগুলো যদি থেকে।
কবিতার কাঁচা মাল আসে কাঠবেড়ালি মনের পেয়ারা প্রাপ্তি থেকে
কবিতার কাঁচা মাল আসে সম্পর্কের শুরু এবং সমাপ্তি থেকে।
কবিতার কাঁচা মাল আসে পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ থেকে
কবিতার কাঁচা মাল আসে বসন্তের সম্ভাবনাময় অঘ্রাণ থেকে ।
কবিতার কাঁচা মাল আসে নিষ্ঠুর কোন এক নিয়তি থেকে
কবিতার কাঁচামাল আসে ভালবাসার অনামিক জ্যোতি থেকে।
কবিতার কাঁচামাল আসে নির্যাতিতার নির্মম কোন ইতিহাস থেকে
কবিতার কাঁচামাল আসে পরিণত কোন সম্পর্কের পরিহাস থেকে ।
কবিতার কাঁচামাল আসে উপচানো জলে নদীর কোন কুল থেকে
কবিতার কাঁচামাল আসে নিত্য শুধরানো কোন কোন ভুল থেকে।
কবিতার কাঁচা মাল আসে বরফ কুঁচিতেও আশ্চর্য এক উষ্ণতা থেকে
কবিতার কাঁচামাল আসে ভালোবাসায় ঋদ্ধ অমোচনীয় প্রশ্নটা থেকে।

এবার নিশ্চয়ই বন্ধুবর জেনেছেন কবিতা নির্মাণের কৌশলখানি
কবিতাতো নয় ভাসানো ভাষণ কোন, নয় সে শুধু উচ্চকিত বাণী।

১৮ ই ডিসেম্বর ২০১৯, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *