প্রবাসে পাওয়া, আবাসের ঘ্রাণ

তূষারে আবৃত আঙিনায় প্রত্যহই খুঁজি আমি
একচিলতে উঠোনে সোঁদা মাটির গন্ধ
পটোম্যাক তীরে দাঁড়িয়ে গুণি আমি পদ্মার ঢেউ
হিমেল দুপুরে উষ্ণ স্বপ্নের আনন্দ।

ফ্ল্যাশব্যাকে চলে আসে আমার সে দিনের সেই দেশ
আরেক শীতবিকেলের ঊষ্ণ আবেগ
জয় বাংলার ধ্বণিতে প্রতিধ্বণিতে মুখরিত দশ দিগন্ত ,
এখন রমনার মাঠে ছুটছে সবাই সবেগ ।

শক্তির দাপটে ছিল মদমত্ত যে পাকি পশুরা ন মাস
তারাই আনত আজ মুক্তির কাছে
বিজয়ের কেতন উড়িয়ে মুক্তি এলো অবরুদ্ধ মানচিত্রে আমার
মুক্তি ছিল প্রেয়সী আমার , আজও তেমনি আছে।

প্রবাসে বসবাসে স্থানিক দূরত্ব !সে তো সাময়িক কেবল
হৃদয়ের গহীনে তুমি প্রতিদিনের প্রেয়সী
বিত্তের বৈভবে হারাইনি কখনও আমি, রয়েছি তোমারই কাছাকাছি
গণিতের হিসেবে মাপিনি তোমায় , তুমিই আমার শ্রেয়সী ।

এখনও শুনি আমি রমনার বটমূলে বছর বছর বর্ষবরণের গান
এখন ও দেখি সুরের লহর রবীন্দ্র সরোবরে
এখনও হৃদয় আমার আবর্তিত শহীদ স্মৃতি স্তম্ভের আশপাশে
এখনও শুনি জয়বাংলা , বঙ্গবন্ধুর কন্ঠস্বরে ।

১৫ ই ডিসেম্বর ২০১৯
Copyright@anisahmed.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *