কাঁখে কষ্টের কলস নিয়ে এই যে আসো বুড়ো বৃক্ষের তলায়
দেখেছ কি কখনো কষ্টের কষ বেয়ে পড়ে বৃক্ষের গায়ে
কী করে তোমার বেদনার এ ভার লাঘব করবে সেতো জানেনা
শেকড় বাকড়ে আটকা পড়া বৃক্ষের তলায় এখন কেবল ঊইয়ের ঢিবি
একদা এই বৃক্ষ ছিল বাড়ির ফটকে কমনীয় এক কামিনী ফুলের গাছ
বর্ষার বিহ্বল ভোরে ফুলের পাপড়িতে ভ’রে যেত দূর্বা ঘাসের দেহ
কামিনী কোকিলেরা কুহু রবে হুহু দুপুরেও আনতো রোমান্সের রতি
বৃষ্টির জলে স্নাত সেই তরুণ বৃক্ষ তখন স্ফীত বুকে দাঁড়ানো এক প্রহরী।
সেই শিশির ভেজা ভোরে তোমার কষ্টের কলস যদি করতে উপুড়
কষ্টরা সব মিশে যেত শিশিরে শিশিরে , আঁচল ভরতো কুসুম কামিনীতে
হয়ত তোমার কষ্ট-কাহিনী শুনে কামিনীরাও কাঁদতো যামিনী জুড়ে
তারপর হাল্কা হতো হৃদয়ের ভার তোমার যতটা , ততটাই তরুণ বৃক্ষের।
পড়ন্ত রোদ্দুরেও এখনতো সব পুড়ে ছাই , অসহায় একদা ফুলেল বৃক্ষ
তোমার কুলে বেদনা যতটা , বেদনায় বৃক্ষ বেচারা তোমারই সমকক্ষ।
৯ই ডিসেম্বর ২০১৯
Copyright@anisahmed.